এখনও মারিওপোল রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন বন্দরনগরীটির স্টিল প্ল্যান্টে আটকে থাকা এক ইউক্রেনীয় যোদ্ধা।
ভালেরি পাদিতেল নামের ওই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বলেছেন, নগরীটি রক্ষায় সবকিছুই করছে যোদ্ধারা, যাতে এ নিয়ে ভবিষ্যতে গর্ব করা যায়।
ইউক্রেনের জাতীয় সীমান্তরক্ষী বাহিনী এই ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে পাদিতেল আরও বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও জাতীয় পুলিশ বাহিনীসহ অনেকেই আছেন আজভস্তাল স্টিল প্ল্যান্টে।
কয়েক দিন আগেই ওই স্টিল প্ল্যান্টে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য আল্টিমেটাম দিয়েছিল রাশিয়া। তবে সেই সময়সীমা মেনে আত্মসমর্পণ করেনি ইউক্রেনীয় সেনারা। পরে স্টিল প্ল্যান্টে আটকে থাকা বেসামরিক নাগরিকদের বের করে আনলেও এখনও সেনারা সেখানেই অবস্থান করছেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল