কলম্বো স্টক এক্সচেঞ্জ মঙ্গলবার মার্কেট হলিডে ঘোষণা করেছে। সেটেলমেন্ট নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এর আগে শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এক সপ্তাহ বন্ধ ছিল স্টক মার্কেট।
গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপাকসে। ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গতকালই দেশটিতে সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এর একদিন পর মার্কেট হলিডে ঘোষণা করলো কলম্বো স্টক ইক্সচেঞ্জ।
বিডি প্রতিদিন/ফারজানা