বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এ পত্রে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছে বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম।
দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা।
ইউক্রেনে সেনা অভিযান ইস্যুতেও রাশিয়ার প্রতিই সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। উল্টো এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র ঘেঁষা নীতিকেই দায়ি করেছে পিয়ংইয়ং।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল