ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে ছোট করে দেখায় রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক সফলতার ঘোষণা দিতে সক্ষম হননি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভুল অনুমানের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করেছিল। তারা ভেবেছিল ইউক্রেনের প্রতিরোধ হবে খুবই সামান্য এবং রুশ সেনারা দ্রুত অতিক্রম করে যেতে পারবেন।
যুক্তরাজ্যের গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ সেনারা যথাসম্ভব কমমূল্যে দ্রুত জয় পেতে চেয়েছিল। কিন্তু ভুল হিসেবের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং অভিযানের ফোকাস পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল