ইউক্রেনে ভয়াবহ বিপর্যয়ের পর ক্রেমলিন তাদের প্রপাগান্ডায় পরিবর্তন এনেছে বলে দাবি করছে কিয়েভ।
ইউক্রেনের গোয়েন্দা বিভাগ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, রাশিয়ার সাধারণ নাগরিকদের ‘সম্ভাব্য পরাজয়’ মেনে নিতে প্রস্তুত করতে ক্রেমলিননিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইউক্রেন যুদ্ধকে—‘ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সঙ্গে সংঘাত বলে প্রচার করছে’।
এই নীতির ফলে শক্তিশালী রাশিয়ার পরাজয়ের লজ্জা কিছুটা হলেও কমবে বলে মন্তব্য করেছে ইউক্রেন।
উল্লেখ্য, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাহিনীর বিরুদ্ধে বিজয় দিবস উপলক্ষ্যে বক্তব্য দেন। তিনি দাবি করেন—ন্যাটোর আগ্রাসনের মুখে বাধ্য হয়ে ইউক্রেনে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ন্যাটো দেশগুলো ইউক্রেনে নিয়মিত আধুনিক অস্ত্র সরবরাহ করছে বলেও অভিযোগ করেন পুতিন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল