সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে নর্ডিক অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। মঙ্গলবার সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পিটার হুলট্কভিস্ট রেডিওতে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে আমরা একে অন্যের শক্তি ব্যবহার করতে পারব। এর মাধ্যমে অভিযান পরিকল্পনাও করা যাবে। তিনি বলেন, ন্যাটোতে যোগদান করলে এটা হতে পারে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর ইউরোপ এবং আটলান্টিক মহাসাগরের পাশের দেশগুলোর ( নর্ডিক নামে পরিচিত) সঙ্গে সুইডেনের ইতোমধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে।
খবরে বলা হয়েছে, আগামী ১৫ মে সুইডেনের ক্ষমতাসীন পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ন্যাটো জোটে যোগদানের আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে।
রয়টার্সের খবর অনুসারে, ইউক্রেনে রাশিয়া আক্রমণের কারণে ফিনল্যান্ড ও সুইডেন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো চলতি সপ্তাহে একটি আবেদনের মাধ্যমে ন্যাটোতে যোগদানের বিষয়ে তার ব্যক্তিগত মতামত প্রদান করবেন।
বিডিপ্রতিদিন./কবিরুল