যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সুইডেন পৌঁছেছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার সফরে ফিনল্যান্ডেও যাবেন। সেখানে তিনি নর্ডিক এই দুই দেশের ন্যাটোতে যোগদান নিয়ে আলোচনা করবেন।
রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন ও ফিনল্যান্ড ইউক্রেনের পরিস্থিতি দেখে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চিন্তা-ভাবনা করছে। চলতি সপ্তাহের মধ্যে দেশ দুটি সিদ্ধান্ত নেবে- তারা ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে কিনা।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে চাইলে তারা স্বাগত জানাবেন। অন্যদিকে রাশিয়া বলেছে, এই দুই দেশ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করলে পরিণতি ভোগ করতে হবে।
ডাউনিং স্ট্রিট বলেছে, বরিস জনসনের স্টকহোম এবং হেলসিংকি সফরে বিস্তারিতভাবে ইউরোপের নিরাপত্তার বিষয় গুরুত্ব পাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল