শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সাথে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।
এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রিন্স বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়ে আমরা উদ্বিগ্ন। জোর দিয়ে বলতে চাই সামরিক কিংবা বেসামরিক কোনোভাবেই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কখনোই সহিংসতা চালানো উচিত নয়, তাঁদের হুমকি দেওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘আগের মতো আমরা আবারও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানাচ্ছি। সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার, পূর্ণ তদন্ত ও বিচার করার আহ্বান জানাচ্ছি।’
এসময় লঙ্কান রাজনৈতিক নেতাদের প্রতি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। আর দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সঙ্কটের সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিরর শ্রীলঙ্কা
বিডি প্রতিদিন/নাজমুল