রাশিয়ার এক সেনার বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধ মামলার শুনানি শুরু হয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের আদালতে এই শুনানি শুরু হয়। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এটাই প্রথম যুদ্ধাপরাধের মামলার শুনানি।
৬২ বছর বয়সী এক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এক রুশ সেনার বিরুদ্ধে মামলাটি করা হয়। ইউক্রেনের জন্য মামলাটির প্রতীকী গুরুত্ব অনেক।
কিয়েভ সরকার ইউক্রেনে হামলার সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা ও নিষ্ঠুরতার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। ১০ হাজারের বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনার কথা ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে। যদিও যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা ও যুদ্ধাপরাধ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ভেনেদিকতোভা শুক্রবার টেলিভিশনে লাইভ ব্রিফিংয়ে বলেন, যুদ্ধাপরাধে ৪১ মামলা প্রস্তুত করা হচ্ছে। তবে অনুপস্থিতিতে কতজন রুশ সেনার বিচারের মুখোমুখি করা হবে কর্তৃপক্ষ তা জানালেও আগামী সপ্তাহে আরও দুইজন রুশ সেনাকে সশরীরে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল