গাঁজার তেল বহনের অভিযোগে আটক রাশিয়ায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের প্রাক-বিচার বন্দিদশা আরও এক মাস বাড়িয়েছে রুশ কর্তৃপক্ষ।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ায় খেলা শেষে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন ৩১ বছর বয়সী গ্রিনার। এ সময় তার লাগেজে গাঁজার তেল পান মস্কো বিমানবন্দরের কর্মকর্তারা। এরপর থেকেই রুশ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন দু’বারের অলিম্পিক জয়ী গ্রিনার।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, গ্রিনারকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে। শিগগিরই তাকে মুক্তি দেওয়া উচিত।
বিশ্বের অন্যতম সেরা নারী বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত গ্রিনার। রাশিয়ার আদালতে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অনেক বাস্কেটবল তারকাই নিজেদের অবসর সময়ে ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলে বেড়ান। রাশিয়া ও ইউক্রেনেও লিগ খেলতে যান অনেকে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। এরপর থেকে রাশিয়ার উপর বহু নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বিভিন্ন দেশ। এসব দেশকে ‘অবন্ধুসূলভ’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে পাল্টাও ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম