২১ মে, ২০২২ ০৫:৪৭
আল-জাজিরার প্রতিবেদন

মারিউপোলে ২৪৩৯ সেনার আত্মসমর্পণ : দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

মারিউপোলে ২৪৩৯ সেনার আত্মসমর্পণ : দাবি রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টাল কারাখানায় অবরুদ্ধ হয়ে পড়া আরও ৫০০ শতাধিকের বেশি সেনা শুক্রবার আত্মসমর্পণ করেছে। এছাড়াও গত সোমবার থেকে এ পর্যন্ত ২৪৩৯ ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি’র বরাতে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংস্থাটি জানিয়েছে, গত সোমবার থেকে এ পর্যন্ত ২৪৩৯ জন ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর নিকট অস্ত্র সমর্পণ করেছে। এর মধ্যে গতকাল শুক্রবার ৫ শতাধিকেরও বেশি সেনা আত্মসমর্পণ করে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযোগ্য চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার দেশে রুশ বাহিনী আগ্রাসন চালিয়ে যে ক্ষতি করেছে তার আর্থিক মূল্য দিতে হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর