২৫ মে, ২০২২ ১৫:২২

কেন বুশকে হত্যা করতে চেয়েছিল ইরাকের শিহাব?

অনলাইন ডেস্ক

কেন বুশকে হত্যা করতে চেয়েছিল ইরাকের শিহাব?

জর্জ ডব্লিউ বুশ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি এই ষড়যন্ত্র প্রতিহত করার দাবিও করেছে। 

ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতেই বুশকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে এফবিআই।

জানানো হয় বুশকে হত্যার ষড়যন্ত্রকারী ইরাকি নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।

৫২ বছর বয়সী ওই ইরাকি ব্যক্তির নাম শিহাব আহমেদ শিহাব। তিনি এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে অন্তত চার ইরাকিকে যুক্তরাষ্ট্রে আনতে চেয়েছিলেন। ওহাইওর কলম্বাসের ফেডারেল আদালতে দায়ের করা এফবিআইয়ের হলফনামায় এসব তথ্য জানানো হয়।

২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শিহাব। তিনি এফবিআই সূত্রের সাথে আলাপে জানিয়েছেন, হাজারো ইরাকিকে হত্যা করেছেন বুশ, তিনিই গোটা ইরাককে ভেঙে ফেলেছেন। আর সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তিনি বুশকে হত্যা করতে চান।

শিহাব আরও জানিয়েছেন, বুশকে হত্যা করার জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর