২৮ জুন, ২০২২ ০৯:০৮

যুক্তরাষ্ট্র এশীয় ন্যাটো গড়ছে, অভিযোগ উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র এশীয় ন্যাটো গড়ছে, অভিযোগ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার পতাকা উড়ছে

যুক্তরাষ্ট্র এশিয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি সামরিক জোট গড়ছে। বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির দাবি, সরকারপ্রধান কিম জং-উনকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের অবিচল লক্ষ্যই পিয়ংইয়ংকে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা দাঁড় করাতে বাধ্য করছে। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে থামাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রয়োজনমাফিক অস্ত্র মোতায়েনের চুক্তি করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, নির্লজ্জভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশীয় ঘরানার ন্যাটো প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়াকে রুখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও অস্ত্র মোতায়েন করবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়লের মধ্যে হওয়া এ-সংক্রান্ত সাম্প্রতিক চুক্তিরও সমালোচনা করেছে দেশটি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর