৬৮টি যুদ্ধবিমান এবং ১৩টি যুদ্ধাজাহাজ নিয়ে চীন মহড়ায় নেমেছে বলে দাবি করেছে তাইওয়ান। এক বিবৃতিতে তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, সংবেদনশীল তাইয়ান প্রণালিতে এসব যুদ্ধবিমান ও জাহাজ মিশন পরিচালনা করছে। কিছু যুদ্ধবিমান ইচ্ছাকৃতভাবে মধ্যমা লাইন হিসেবে পরিচিত ‘আনঅফিশিয়াল বাফারজোনে প্রবেশ করে।’
রয়টার্সের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনের সশস্ত্র বাহিনী মারাত্মকভাবে ‘স্ট্যাটাস কো’ ধ্বংস করেছে এবং তাইওয়ানের জল এবং আকাশসীমায় হয়রানি করছে।
গত মঙ্গলবার তাইওয়ানে সফরে আসেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। পেলোসির সফরের প্রতিবাদে বেইজিং ৫ দিনব্যাপী তাইওয়ানের ৬ অবস্থানের নিকটে সামরিক মহড়া শুরু করেছে।
চীন ৬৮ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় নেমেছে তাইওয়ানের এমন দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।
বিডিপ্রতিদিন/কবিরুল