বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পেশাগত সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণের ফি পাঠানো এখন সহজতর হলো। বাংলাদেশ ব্যাংক এখন থেকে এসব ফি পাঠাতে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে।
মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, পেশাগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ফি প্রেরণের আগে ব্যাংকগুলোকে কিছু নির্ধারিত দলিল যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে—শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট/চালান, কিংবা পরীক্ষার ফি সংক্রান্ত নোটিশ।
এর আগে শুধুমাত্র ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল, টোফেল, SAT ইত্যাদি আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশে সংগ্রহ করে বৈধপথে পাঠানোর অনুমোদন ছিল। এখন এই সুবিধার আওতায় পেশাগত কোর্স ফিও যুক্ত হলো।
সার্কুলারে আরও বলা হয়, পরীক্ষার ফি দেশের অনুমোদিত সেন্টারে সংগ্রহ করা যাবে, এবং সেসব অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন প্রয়োজন হবে না।
এই সিদ্ধান্তে বিদেশে উচ্চশিক্ষারত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সময় ও প্রক্রিয়া—দুটোই সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/আশিক