সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মস্কোর সঙ্গে আঙ্কারার আলোচনা— এই অঞ্চলে স্বস্তি আনবে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন মন্তব্য করেন।
তুর্কি প্রেসিডেন্ট এদিন কৃষ্ণসাগরের শহর সোচিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুসারে, পুতিন ও এরদোগান আঞ্চলিক ইস্যু ছাড়াও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন।
পুতিনের সঙ্গে সাক্ষাতের পূর্বে এরদোগান বলেন, সিরিয়ায় তুরস্ক ও রাশিয়া যে ভূমিকা রেখেছে তা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা ‘খুবই গুরুত্বপূর্ণ’। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সহযোগিতার আঙ্কারা গুরুত্ব দেয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সিরিয়ায় রাশিয়া ও তুরস্কের সেনা উপস্থিত রয়েছে। দুই দেশ দুই পক্ষকে সমর্থন দেয়। এরদোগান সম্প্রতি সিরিয়ায় কুর্দি পিকেকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। কিন্তু ইরান ও আসাদ সরকারের ঘনিষ্ঠ ইরান এরদোগানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/কবিরুল