
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপিত
দীপক দেবনাথ, কলকাতা
অনলাইন ভার্সন

যথাযথ মর্যাদার সঙ্গে সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে গোটা ভারতজুড়েই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে এদিন সকালেই দিল্লির লালকেল্লায় পৌঁছে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রাজঘাটে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। সেখান থেকে আসেন লালকেল্লায়। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। এরপর প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর তরফে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।
এরপরই লালকেল্লার অনুষ্ঠানে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ করা হয়। সেই সাথে বেজে ওঠে দেশটির জাতীয় সঙ্গীত। ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি কুচকাওয়াজেও অংশগ্রহণ করে।
এ নিয়ে নবম বার লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র মোদি। করোনার কারণে গত দুই বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসে কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ফলে এ বছর ৭৫ তম বর্ষপূর্তিতে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে লালকেল্লা। স্বাধীনতা দিবসের কর্মসূচি সুষ্ঠভাবে শেষ করার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ঐতিহাসিক লালকেল্লা। আকাশ পথেও নজরদারির ব্যবস্থা করা হয়েছিল।

আগামী ২০৪৭ সালের মধ্যে (স্বাধীনতা অর্জনের শতবর্ষ) স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের লক্ষ্যে পাঁচটি শপথ নেওয়ার অঙ্গীকার করে দৃঢ়তার সাথে নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী ২৫ বছরে ভারত নিশ্চয়ই উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর উন্নত ভারত গঠনের লক্ষ্যে আমাদের কাজ করার সংকল্প গ্রহণ করতে হবে’।
তিনি আরও বলেন, ‘আগামী বছরগুলোতে আমাদের পাঁচটি সংকল্প গ্রহণ করতে হবে। এগুলো হলো উন্নত ভারতের লক্ষ্যে বৃহত্তর সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া, দাসত্বের সমস্ত চিহ্ন থেকে মুক্তি, উত্তরাধিকার নিয়ে গর্ব বোধ করা, ঐক্যের শক্তি এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ দেশের সকল নাগরিকদের কর্তব্য পালন।’
দেশের যুব সম্প্রদায়কে তাদের জীবনের আগামী ২৫ বছর দেশের উন্নয়নে উৎসর্গ করার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘আমরা সমগ্র মানবতার উন্নয়নে কাজ করবো। যখন কোনো স্বপ্ন বড় হয়, তখন কঠোর পরিশ্রম করাটাও গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিশ্রুতি ও সংকল্প দ্বারা অনুপ্রাণিত হতে হবে।’ সেই সাথে নারী শক্তি, নারীর ক্ষমতায়ন নিয়েও বক্তব্য রাখেন মোদি।
লালকেল্লায় প্রায় ৮৩ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও পরিবারতন্ত্র- বর্তমানে ভারত এই দুই বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান স্বজনপ্রীতির শিকলে আবদ্ধ। ভাই-ভাতিজাবাদ, পরিবারতন্ত্র- আমাদের অনেক সংস্থায় ছড়িয়ে পড়েছে। দেশে আর চাচা-ভাতিজাবাদ চলবে না। এটা শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা দুর্নীতিকেও উৎসাহিত করে। আমাদের উচিত এই পরিবারতন্ত্র থেকে দেশকে মুক্ত করা কারণ এটা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে’।
তিনি আরও বলেন, ‘উঁই পোকার মতো দুর্নীতি গোটা দেশকে ফাঁপা করে দিয়েছে এবং আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। অতীতে যারা দেশকে লুট করেছে, তারা এখন তাদের পাপের খেসারত দিচ্ছে। তাদের সেই অসৎ পথে উপার্জিত বিভিন্ন সুবিধা আমরা বাজেয়াপ্ত করছি’।’
এদিকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক এজেন্ডাই হলো ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বা দেশটির প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর মতো নেতাদের ভাবর্মূর্তিকে কালিমালিপ্ত করা। তার আরও অভিযোগ, স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় বাহিনীর যে আত্মত্যাগ-তাকেও খাটো করার চেষ্টা করছে কেন্দ্র।
স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোনিয়া বলেন, ‘গত ৭৫ বছরে প্রতিভাবান ভারতীয়রা দেশকে বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যের অগ্রগতির পথে পরিচালিত করেছে। দেশের দূরদর্শী নেতারা অবাধ, সুষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। তারা একটি শক্তিশালী গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যবস্থাও করেছিলেন।’
দিল্লি ছাড়াও ভারতের প্রতিটি অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্যগুলিতেও মর্যাদার সাথে পালিত হয় এই দিনটি। পশ্চিমবঙ্গে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেডরোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী। পরে কুচকাওয়াজে অংশ নেন তিনি। কুচকাওয়াজে প্রদর্শিত হয় ‘লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রীসহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ট্যাবলো। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পুলিশ কর্মকর্তাদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।
দিল্লিতে কংগ্রেসের সদর দফতর ২৪ আকবর রোডেও স্বাধীনতার ৭৫তম দিবস উদযাপান করা হয়। দিল্লিতেই আজাদী গৌরব যাত্রায় অংশ নেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সিনিয়র নেতা গুলাম নবি আজাদ প্রমুখ।
লাদাখের প্যাংগং’এ জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করেন সেনারা।
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তেও ছিল সৌহার্দ্যের ছবি। পেট্রাপোল, ফুলবাড়িতে বিএসএফ’এর সীমান্ত চৌকিতেও স্বাধীনতা দিবস উদযাপনের পর বিজিবি’এর হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর