১৮ আগস্ট, ২০২২ ১২:১২

কেন রাশিয়ার সেনা মহড়ায় চীন-ভারত?

অনলাইন ডেস্ক

কেন রাশিয়ার সেনা মহড়ায় চীন-ভারত?

সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়া যাচ্ছে চীনের সেনারা। একই মহড়ায় ভারতীয় সেনারাও অংশ নেবে বলে খবর দিয়েছে ফরাসি সংবাদ সংস্থা-এএফপি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভস্টক বার্ষিক মহড়ায় অংশ নেবে সেনারা। ৩০ আগস্ট শুরু হওয়া মহড়া চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।  

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোই এই সামরিক মহড়ার লক্ষ্য।’

ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশ এই মহড়ায় অংশ নেবে।

ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে রাশিয়ার বিপক্ষে যখন একাট্টা পশ্চিমা জোট, তখন ভারত ও চীন রাশিয়াকে কূটনৈতিকভাবে চাঙা রাখছে বলেও অভিযোগ আছে।

যদিও এই মহড়াকে স্বাভাবিক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, বার্ষিক মহড়ার অংশ হিসেবেই দেশগুলো এতে অংশ নিচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর