১৮ আগস্ট, ২০২২ ১৩:৩৬

জেনে নিন তুরস্ক-ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

অনলাইন ডেস্ক

জেনে নিন তুরস্ক-ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে কোন দশটি দেশ সবচেয়ে এগিয়ে? বিশ্বের ১৩৮টি দেশকে নিয়ে করা বিশ্ব র‌্যাংকিং অনুযায়ী একটা তালিকা ২০২০ সালে প্রকাশ করা হয়েছে। জেনে নিন সেই তালিকা।

মিশর, বিশ্ব র‌্যাংকিং ৯
আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে রয়েছে আরব রিপাবলিক অব ইজিপ্ট। তাদের সামরিক খাতে বাজেট ১১২০ কোটি ডলার এবং সক্রিয় সেনাসদস্য সংখ্যা চার লাখ ৪০ হাজার। জিএফপি স্কোর ০.১৮৭২।

তুরস্ক, বিশ্ব র‌্যাংকিং ১১
রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দেশ তুরস্কের সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ৫৫ হাজারেরও বেশি। সামরিক খাতে বছরে ব্যয় ১৯০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০. ২০৯৮।

ইরান, বিশ্ব র‌্যাংকিং ১৪
ইরানের সক্রিয় সেনাসদস্য সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার৷সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৯৬০ কোটি ডলার। ইরানের জিএফপি স্কোর ০.২১৯১।

সৌদি আরব, র‌্যাংকিং ১৭
কিংডম অব সৌদি অ্যারাবিয়ার সক্রিয় সেনাসদস্য চার লাখ ৭৮ হাজারেরও বেশি। সামরিক খাতে বাজেট ৬৭৬০ কোটি ডলার। তবে বিশাল বাজেট হলেও ০.৩০৩৪ জিএফপি স্কোর নিয়ে সৌদি আরব রয়েছে চতুর্থ স্থানে।

ইসরায়েল, বিশ্ব র‌্যাংকিং ১৮
এক লাখ ৭০ হাজার সক্রিয় সেনাসদস্য নিয়ে ইসরায়েল আছে পঞ্চম স্থানে। সামরিক খাতে বাজেট ২০০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৩১১১।

আলজেরিয়া, বিশ্ব র‌্যাংকিং ২৮
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের আরেক মুসলিম অধ্যুষিত (৯৯%) দেশ আলজেরিয়ার এক লাখ ৩০ হাজার সদস্য নিয়ে গড়া সামরিক বাহিনীর জন্য বাজেট ১৩০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৪৬৫৯।

সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব র‌্যাংকিং ৪৫
সামরিক শক্তির দিক থেকে আরব বিশ্বের সব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থাকছে সাত নাম্বারে। তাদের জিএফপি স্কোর০.৭০৩৪, সক্রিয় সেনা সদস্য ৬৪ হাজার জন। সামরিক খাতে বার্ষিক ব্যয় ২২৭৫ কোটি ডলার।

ইরাক, বিশ্ব র‌্যাংকিং ৫০
যুদ্ধে বিধ্বস্ত হলেও,অর্থনীতি দুর্বল হয়ে গেলেও আট নাম্বারে রয়েছে ইরাক। সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৭৩ কোটি ডলার। সর্বশেষ হিসাব অনুযায়ী ইরাকের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা এক লাখ ৬৫ হাজার। জিএফপি স্কোর ০.৭৯১১।

সিরিয়া, বিশ্ব র‌্যাংকিং ৫৫
দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলছে সিরিয়ান আরব রিপাবলিকে। ফলে বাশার আল আসাদের অনুগত বাহিনীর শক্তিও কমেছে অনেক। তারপরও নয় নাম্বারে রাখতে হবে তাদের। দেশটির সক্রিয় সেনা সদস্য এক লাখ ৪২ হাজার জন। জিএফপি স্কোর ০. ৮২৪১। সামরিক খাতে বাজেট ১৮০ কোটি ডলার।

মরক্কো, বিশ্ব র‌্যাংকিং ৫৭
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোর সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ১০ হাজার। সামরিক খাতে বাজেট এক হাজার কোটি ডলার। জিএফপি স্কোর ০. ৮৪০৮। ছবিতে মরক্কোর জাতীয় পতাকা। সূত্র: সিইওওয়ার্ল্ড

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর