১৯ আগস্ট, ২০২২ ১৮:৩০

ক্রিমিয়া ব্রিজের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

ক্রিমিয়া ব্রিজের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো রাশিয়া

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

কের্চ শহরের কাছে ক্রিমিয়া ব্রিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন আগে ইউক্রেন এই ব্রিজ ধ্বংসের হুমকি দিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল যে, ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করে দেয়া উচিত; তাহলে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা যাবে। এই হুমকির পর রাশিয়ার সামরিক বাহিনী ব্রিজের নিরাপত্তা রক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ নিল। ক্রিমিয়া ব্রিজটি হচ্ছে ইউরোপের দীর্ঘতম ব্রিজ।

ক্রিমিয়ার গভর্নরের উপদেষ্টা ওলেগ ক্রিচকভ তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, “প্রাথমিক তথ্য অনুসারে কের্চ শহরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এখন আর এই শহর এবং ব্রিজের জন্য কোনো বিপদ নেই।”

ক্রিমিয়া ব্রিজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংবাদিকদের বলেছে, ব্রিজে যান চলাচলে কোনো সমস্যা নেই।

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের রুশ সামরিক ও বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রোগোভ জানান, প্রাথমিক তথ্য অনুসারে ইউক্রেনের একটি ড্রোনকে ক্রিমিয়া ব্রিজের কিছু দূরে ভূপাতিত করা হয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহত বা বস্তুতগত ক্ষয়ক্ষতি হয়নি। 

সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপে বেশ কিছু বিস্ফোরণ ও নাশকতামূলক তৎপরতার ঘটনা ঘটেছে।

সূত্র: রুশ সংবাদ সংস্থা তাস

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর