বিচারপ্রক্রিয়া শেষে অং সান সু চির সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মিয়ানমারের সামরিক প্রধান। বর্তমানে সামরিক বাহিনী পরিচালিত আদালতে সু চির বিচার চলছে। বিচার শেষে সু চির অবস্থানের প্রেক্ষিতে মিয়ানমারে সৃষ্ট সংকটের অবসান ঘটাতে আলোচনা করার বিষয়টি বিবেচনায় রেখেছে সামরিক জান্তা। তবে এ বিচার কখন শেষ হবে তা জানায়নি তারা। খবর এএফপির।
মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘সু চির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার সম্মতির ভিত্তিতে আলোচনার বিষয়টি বিবেচনা করবো।’
গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগে আটক হন সু চি। তাকে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ১৭ বছরের জেল দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৭৭ বছর বয়সী সু চির আরও কয়েক দশকের জেল হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা