রাশিয়া বিরুদ্ধে যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য আরও সাড়ে ৭৭ কোটি মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা।
একই সঙ্গে ‘যত দিন সময় লাগে’ রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতিও যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি বিবৃতিতে এই ঘোষণা দেন।
এতে তিনি বলেন, সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তবে বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি।
ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন যে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের জনগণকে যত দিন প্রয়োজন আমরা সহায়তা দিয়ে যাব।’
এ সময় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। সূত্র: আল-জাজিরা, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/কালাম