রুশ সেনা নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের ‘পদ্ধতিগত গোলাবর্ষণের’ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই গোলাবর্ষণের ফলে একটি বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে।
গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার কোনো ক্ষতি হলে বিশাল এলাকা জুড়ে পারমাণবিক তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়বে।
ক্রেমলিন জানিয়েছে, ওই টেলিফোনালাপে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত পরমাণু স্থাপনাটিতে স্বতন্ত্র পরিদর্শনের ব্যবস্থা করার আহ্বান জানান ম্যাকরন। তিনি বলেন, জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার বাস্তব পরিস্থিতি কি তা দেখার জন্য অবিলম্বে সেখানে আইএইএ’র পরিদর্শক পাঠাতে হবে।
ক্রেমলিন বলেছে, এ ব্যাপারে আইএইএ’র পরিদর্শকদের সম্ভাব্য সবরকম সহযোগিতা দিতে প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তুতি ঘোষণা করেন। এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্টরা আগামী কয়েকদিনের মধ্যে আবার টেলিফোনে কথা বলতে সম্মত হন।
সূত্র : পার্সটুডে ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক