চীনের বাইরে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আগে বৈশ্বিক আর্থিক বার্তা সংস্থা সুইফটের মাসিক তালিকায় ছিল না রাশিয়া। তবে গত বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ইউয়ান ব্যবহারে রাশিয়া বিশ্বে তৃতীয়।
পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এটি পশ্চিমের নিষেধাজ্ঞারই ফল। পশ্চিমের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার ইউয়ান ব্যবহার মস্কো-বেইজিং সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে।
সুইফটের তথ্যমতে, গত জুলাইয়ে আন্তর্জাতিক ইউয়ান পেমেন্টের প্রায় ৪ শতাংশের সঙ্গেই জড়িত ছিল বিভিন্ন রুশ প্রতিষ্ঠান ও ব্যাংক। এর আগের মাসে রাশিয়ার ইউয়ান ব্যবহারের হার ছিল ১.৪২ শতাংশ এবং ইউক্রেনে সামরিক অভিযান চালানোর আগে এই হার শূন্যের কোঠায় ছিল।
চীনের মূল ভূখণ্ডের বাইরে ইউয়ান লেনদেনে শীর্ষে রয়েছে হংকং। দেশটিতে ইউয়ান লেনদেনের হার ৭৩.৮ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন, দেশটিতে ইউয়ান লেনদেনের হার ৬.৪ শতাংশ।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ