বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল ভারতের মুম্বাইয়ে বোরিভালির একটি চার তলা বাড়িকে। যেটি গত শুক্রবার দুপুরে চোখের পলকে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। কারণ ঝুঁকিপূর্ণ বাড়িটি থেকে লোকজনকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তা নাহলে অনেক হতাহতের আশঙ্কা ছিল। তবে বাড়ির আশপাশের দোকান ও বাড়িগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিশাল একটি গাছও।
বাড়ি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ সরানোর কাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল। বাড়ির আশপাশে থাকা দোকানদার ও এলাকার বাসিন্দারাও আন্দাজ করতে পেরেছিলেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু একটা চার তলা বিল্ডিং এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকেই।
সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ