সুদীর্ঘ বিরতির পর ফিলিপাইনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলেছে। এরই মাধ্যমে করোনা মহামারির দীর্ঘ ছুটি শেষে স্বশরীরে স্কুলে ফিরল দেশটির ছেলে-মেয়রা।
সোমবার সমগ্র ফিলিপাইনের স্কুলগুলোতে ইউনিফর্ম ও মাস্ক পরে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার পর শ্রেণিকক্ষে প্রবেশ করে।
দীর্ঘ বিরতির পর স্কুলে ফিরে ম্যানিলার গুয়েভারা প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোফি ম্যাকাহিলিগ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার ভাষায়–আমরা অনেক আনন্দ করতাম, এখন আবার আনন্দ করতে পারব।
ফিলিপাইন অন্যতম দেশ যারা দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে বিদ্যালয় খুলল। দক্ষিণপূর্ব এশিয়ায় ফিলিপাইন করোনার সবচেয়ে বেশি আঘাতের শিকার হয়েছিল। ২০২০ সালের মার্চে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল