সন্ত্রাসবিরোধী আইনে করা পুলিশের মামলায় হাইকোর্ট ইমরান খানকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। পিটিআই লিগ্যাল টিমের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এই জামিন মঞ্জুর করে। এর আগে করা জামিন আবেদনে বলা হয়, আদালত যখনই ডাকবে ইমরান খান তখন হাজির হতে প্রস্তুত।
গত শনিবার এক সমাবেশে ইসলামাবাদের পুলিশ প্রধান, উপপ্রধান ও একজন নারী বিচারককে নিয়ে বক্তব্য দেন পিটিআই প্রধান। তিনি তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) শাহবাজ গিলকে গ্রেফতারের পর রিমাণ্ডে নির্যাতন এবং পরবর্তীতে ফের রিমান্ড মঞ্জুরের পরিপ্রেক্ষিতে ওই হুমকি দিয়েছিলেন ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা হওয়া ইমরান খান।
বিডিপ্রতিদিন/কবিরুল