ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস সামনে রেখে যুদ্ধে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিচারের নামে রাশিয়া উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে। গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে প্রেসিডেন্ট জেলেনস্কি এই মন্তব্য করেছেন।
ইউক্রেন প্রেসিডেন্টের দাবি– মারিউপোল থেকে আটককৃত ইউক্রেনীয় সেনাদের গণবিচারের মুখোমুখি করতে যাচ্ছে রাশিয়া। আর এই বিচার হবে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীন হওয়া দিবসে ( ২৪ আগস্ট, বুধবার)।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই ঘৃণ্য বিচার করলে, সকল চুক্তি ভঙ্গ করে আমাদের সেনাদের লোকদেখানো বিচারের মুখোমুখি করলে, সেটা হবে সকল আন্তর্জাতিক আইনের অবমাননা। রাশিয়া এটা করলে ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো চুক্তি হবে না। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল