আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, কংগ্রেসের দিন শেষ। এসময় তিনি আরও বলেন, ক্ষমতাসীন বিজেপিও আগামী নির্বাচনে গুজরাটের কর্তৃত্ব হারাতে চলেছে।’
গুজরাটে এক ভাষণে কেজরিওয়াল সাংবাদিকদের লক্ষ্য করে বলেন, ‘আমি শুনেছি বিজেপি নরেন্দ্র মোদীর পর (কংগ্রেস নেত্রী) সোনিয়া গান্ধিকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী বানাতে চায়। সাহস করে আমার প্রশ্নটা তাদের করুন। আমি বুঝেছি আপনারা ভয় পেয়ে যাবেন। পরবর্তী সংবাদ সম্মেলনে তাদের বলবেন, কেজরিওয়াল বলেছেন যে, আপনার নাকি সোনিয়াকে মোদীর উত্তরসূরি বানিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চান? আপনারা প্রশ্নটা করতে পারবেন তো?’
এসময় কেজরিওয়াল আরও বলেন, ‘কংগ্রেস শেষ। তাদের নিয়ে আর প্রশ্ন করবেন না। জনগণ এ বিষয়টা পরিষ্কারভাবেই জানে। কেউ তাদের নিয়ে আর ভাবে না।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল