ভারতের গোয়ার আট জন কংগ্রেস বিধায়ক দল ত্যাগ করে যোগ দিয়েছেন বিজেপিতে। বুধবার গোয়ার প্রবীণ কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর নেতৃত্বে আট বিধায়ক বিজেপিতে যোগ দেন বলে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরার সমালোচনা করে বলেছেন ‘‘বিজেপি সব রকমের ষড়যন্ত্র করেছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছে। গুণ্ডাদের দিয়ে বিরোধীদের হুমকি দিয়েছে, বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়েছে... এ সবই তারা করছে। কারণ, রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন।’’
গোয়ায় এখন বিজেপিরই সরকার। চলতি বছরে গোয়ার বিধানসভা নির্বাচনে ৪০টির মধ্যে ২০টি আসনে জিতে বিজেপি ক্ষমতায় এসেছে। বিরোধী দল কংগ্রেসের বিধায়ক ছিলেন ১১ জন। তার মধ্যে ৮ জনই আজ দলত্যাগ করে শাসকদলে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা