রুশ সেনাদের কাছ থেকে সদ্য পুনরুদ্ধার করা ইজিয়ুমে সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি পাল্টা আক্রমণে রাশিয়ার সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত খারকিভ অঞ্চলের এক ডজনের বেশি স্থাপনা নিয়ন্ত্রণে নেয় ইউক্রেনের সেনারা ।
বুধবার এক বার্তায় ইউক্রেনের সামরিক ব্রিগেড জানায়, রুশ সেনাদের কাছ থেকে ইউক্রেনের ভূমি মুক্ত করায় জেলেনস্কি সেনাদের ধন্যবাদ প্রদান করেন। ইজিয়ুম শহরের কাউন্সিল ভবনে গম্ভীরভাবে ইউক্রেনের পতাকা উত্তোলন করেন তিনি।
মঙ্গলবার রাতে এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেনের বাহিনী চলতি মাসে পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে আট হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল