দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন আবারও সৌদি আরবে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নভেম্বরের মধ্যে বর্তমান স্থগিতাদেশ তুলে নেবে দেশটির সরকার।
বুধবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক মোবাইল ফোন বার্তায় একথা জানিয়েছেন ফিলিপাইনের অভিবাসী শ্রমিকবিষয়ক সচিব সুসান ওপলে।
এর আগে দেশটির আগের প্রশাসন সৌদি আরবে শ্রমিক পাঠানোর ওপর স্থগিতাদেশ দেয়। গত বছর দেশটি থেকে এ সিদ্ধান্ত আসে। তবে ফিলিপাইনের শ্রমিকদের প্রধান গন্তব্য হলো সৌদি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট জুলাইতে বলেন, তার সরকার সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত শ্রমিকদের যথাযথ মজুরি ও ভালো পরিবেশ নিশ্চিতে এই আলোচনা হয়। শ্রমিকদের নানা বিষয়ে সংস্কারে দুই পক্ষ একমত হওয়ায় আবারও শ্রমিক পঠানো শুরু করা হবে।
১০ লাখের বেশি ফিলিপিনো সৌদি আরবে কাজ করেন। বেশিরভাগ নির্মাণ শ্রমিক বা গৃহকর্মী অথবা নার্স। দেশটির অর্থনীতিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: ব্লুমবার্গ
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন