২৪ ফেব্রুয়ারি সকালে রাশিয়ার অন্য সেনাদের সাথে প্যারাট্রুপার পাভেল ফিলাতেভও যোগ দিয়েছিলেন। তাদের চালানো রকেটই ইউক্রেনের বিভিন্ন স্থাপনার আঘাত হানতে শুরু করে।
তবে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন ওই রুশ সেনা। সেখানে চেয়েছেন রাজনৈতিক আশ্রয়।
তিনি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, ‘আমি প্রথমেই ভেবেছিলাম উন্মাদ কিছু ঘটতে যাচ্ছে। সেখানে রকেট হামলা শুরু হয়েছে, পদাতিক বাহিনী জোর হামলা চালাচ্ছিল।’ ‘যখন সীমান্ত পার হলাম, দেখলাম ১০টা যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আরেক দিকে ছুটছে ১০টা হেলিকপ্টার, ট্যাঙ্কগুলোও ছুটছে মাথার সাথে সাথে। বুঝতে পারলাম পরিস্থিতি ভয়াবহ।’
রাশিয়ার ইউক্রেন অভিযানের সিদ্ধান্তকে পুরোপুরি কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন যুদ্ধের ময়দান থেকে পালানো ওই রুশ সেনা। তার দাবি, অনেকে তাকে কাপুরুষ ভাবলেও তিনি আসলে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল