উজবেকিস্তানে চলা সাংহাই কো-অপারেশন সামিটের ফাঁকে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক বিশ্রী কাণ্ড ঘটান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর তা দেখেই হেসে দেন পুতিন।
দেখা যায়, আলোচনার বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট। শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাঁধে বিপত্তি! কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি। বাধ্য হয়ে চাইতে হল সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শাহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনা লজ্জাজনক।
পাকিস্তানকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাজি হয়েছেন পুতিন। এর জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া থেকে কাজাখস্তান ও উজবেকিস্তান হয়ে পাইপ লাইনের মাধ্যমে পাকিস্তানে আসতে পারে গ্যাস। সেক্ষেত্রে আফগান সমস্যা সমাধান করতে হবে বলেও জানিয়েছেন পুতিন।
সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক