ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়া নতুন করে সেনা সমাবেশের ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, দেশটির প্রেসিডেন্ট পুতিন বলেছেন, “মাতৃভূমিকে রক্ষায় যেকোনও পদক্ষেপে নেবে তার দেশ।”
পুতিনের এই ঘোষণা পর উদ্বেগ দেখা দিয়েছে পশ্চিমাবিশ্বে।
এরই ধারাবাহিকতায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, “মস্কো যদি পরমাণু হামলা শুরু করে তাহলে তাতে তারা জিততে পারবে না।”
তবে কে ওই যুদ্ধে বিজয়ী হবে ন্যাটো মহাসচিব তাও বলেনি।
পুতিনের নতুন ঘোষণা প্রসঙ্গে ন্যাটো মহাসচিব বলেন, এগুলো হচ্ছে বিপজ্জনক ও বেপরোয়া পরমাণু বাগাড়ম্বর।
ইয়েন্স স্টলটেনবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বলেন, তিনি ভালো করেই জানেন যে, কখনওই পরমাণু যুদ্ধ হওয়া উচিত নয় এবং এতে কেউ জিততে পারবে না বরং রাশিয়ার জন্য নজিরবিহীন ফলাফল অপেক্ষা করবে।
রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে জবাবে ন্যাটো কী করবে- এমন প্রশ্নের জবাবে ন্যাটো মহাসচিব বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে জবাব দেওয়া হবে। তবে মস্কোর সঙ্গে ন্যাটোর এ ব্যাপারে যোগাযোগ রয়েছে যে, এই ধরনের পরমাণু যুদ্ধ হবে না এবং রাশিয়া তাতে জিততে পারবে না। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম