আংশিক সেনা সমাবেশের ডাক দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই আদেশ মেনে সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন না অনেকে। তাই সেসব রুশ নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছেন। এমন খবরই দিচ্ছে বিশ্বের নানা নামি-দামি গণমাধ্যম।
এবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদেশেও সেই ঘটনার খানিকটা সত্যতা মিলল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনফরমেশন টেকনোলজি (আইটি) খাতের কর্মী, ব্যাংকার ও রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজ করা মানুষদের পুতিনের ডাকা সেনা সমাবেশে যোগ দিতে হবে না।
পুতিনের ডাক অনুযায়ী প্রায় তিন লাখ সাধারণ নাগরিককে এই সেনা সমাবেশে অংশ নিতে হবে।
এমন ঘোষণায় অনেক তরুণরাই সীমান্তমুখী হয়েছে বলে জানা গেছে। তারা রাশিয়া ছেড়ে পালাতে চায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যারা ছাড়েরর আওতায় পড়েছে তাদের বাইরের সবাইকে সেনা সমাবেশে যোগ দেওয়ার শর্তপূরণ করে এমন সবার তালিকা দিতে হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল