মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়কে গাড়িতে অপেক্ষা করার সময় একটি ক্রেন ভেঙে পড়েছে। এতে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কিন্তু গাড়িতে থাকা এক তরুণী বেঁচে গেছেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়েছে, ১১ তলা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নির্মাণকাজে সামগ্রী তোলার সময় ট্রাক থেকে ক্রেনটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে ক্রেনটি ভেঙে পড়ে তা স্পষ্ট নয়।
২২ বছর বয়সী ওই তরুণীর নাম ড্যানিয়েল ক্রুজ। তিনি স্থানীয় এক কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার তিনি কলেজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, প্রথমে ক্রেনটিকে একটি আলোর খুঁটি নামাতে দেখেন তিনি। তখন অনুমান করছিলেন যে, এটি তার গাড়িতে আঘাত করতে পারে।
ক্রুজ বলেছেন, যদি তিনি তার গাড়িটি আর তিন ইঞ্চি সামনে থামাতেন তাহলে তিনি মারা যেতেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্রুজ প্রাথমিকভাবে তার চূর্ণবিচূর্ণ গাড়ির ভেতর আটকে গিয়েছিলেন। তখন অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু তিনি অপরিচিতদের ধন্যবাদ দিয়ে নিজেই বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের একজন উইলিয়ামস বলেছেন, 'আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে ওপরে তাকাতেই দেখলাম চলচ্চিত্রের মত একটি বিম নিচে নেমে আসছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তিনি ঠিক আছেন। '
সূত্র : দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ