রাশিয়ার অধিকৃত অঞ্চলে গণভোটের আয়োজন করা হয়েছে। সেই গণভোটের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে অস্ত্রধারী সেনারা, সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক নারী জানিয়েছেন, ‘আপনি মৌখিকভাবে সেনাদের প্রশ্নের উত্তর দেবেন, আর তারা ব্যালটে সিল দিয়ে সেটা রেখে দেবে।’
খেরসনেও রাশিয়ার সেনারা নগরীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে ব্যালট বক্স নিয়ে ভোট নিচ্ছে। আর রাশিয়ার গণমাধ্যমের দাবি, নিরাপত্তার কথা ভেবেই দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে।
মেলিতপুলের এক নারী বিবিসিকে জানিয়েছে, স্থানীয় রুশপন্থি সহযোগীরা রাশিয়ার দুই সেনাসহ তার মায়ের ফ্ল্যাটে ব্যালট নিয়ে আসে এবং সিল দেওয়ার জন্য তাদেরকে ব্যালট দেয়।
তবে রাশিয়ার সাথে একীভূত হওয়ার বিপক্ষে ভোট দিলেও কিছু হবে না বলে স্থানীয়দের আশ্বস্ত করছে রুশ সেনারা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল