ইরানের কাছ থেকে পেট্রোল ও পেট্রোক্যামিক্যাল জাতীয় পদার্থ কেনার অভিযোগে ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতভিত্তিক কোম্পানি তিবালজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়াও হংকং ও আরব আমিরাতের কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।
আমেরিকার অর্থ বিভাগ জানিয়েছে, তিবালজি মিথানলসহ ইরান থেকে লক্ষ লক্ষ ডলারের তেল আমদানি করেছে। সেই তেল চীনের কাছে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে বাইডেন সরকার।
মার্কিন বিবৃতিতে বলা হয়, ‘আজ মার্কিন অর্থ দপ্তরের ফরেন অ্যাসেট কন্ট্রোল বিভাগ একটি আন্তর্জাতিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, যারা ইরান থেকে লাখ লাখ ডলারের পেট্রোল জাতীয় পদার্থ কিনছে এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ায় সরবরাহ করছে।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল