শিরোনাম
৬ অক্টোবর, ২০২২ ১৮:৪৩

থাইল্যান্ডে গুলিতে নিহত বেড়ে ৩৮, ২২ জনই শিশু

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে গুলিতে নিহত বেড়ে ৩৮, ২২ জনই শিশু

ডে-কেয়ারের সামনে উৎসুক জনতার ভিড়

সাবেক পুলিশ কর্মকর্তার গুলি ও ছুরিকাঘাতে থাইল্যান্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২২ জনই শিশু। 

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নং বুয়া লাম-ফু প্রদেশের একটি শিশু বিকাশ কেন্দ্রে চাকরি থেকে বরখাস্ত পুলিশ কর্মকর্তা পান্যা খামরাব প্রকাশ্যে গুলি চালান।

পুলিশের উপপ্রধান তোরসাকে সুকবিমল জানিয়েছেন, চাইল্ড কেয়ার সেন্টারে গুলিতে ১২ জন আহত হয়েছে যাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজানক।

পুলিশ জানিয়েছে, আক্রমণের সময় পান্যা খামরাব মাদকের নেশার মধ্যে ছিলেন। মাদক মামলায় শুক্রবার তার আদালতে উপস্থিত থাকার কথা ছিল। এ কারণে তিনি ব্যাপক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।   

খবর অনুসারে, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে গুলি শুরু হয়। এখন পর্যন্ত হামলার নেপথ্য কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছে মেথাফেটামিন পাওয়া যায়। এর দায়ে চলতি বছরের ১৫ জুন তাকে বরখাস্ত করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর