ইউক্রেনে রুশ অভিযানের প্রায় আট মাস পেরিয়ে গেছে। প্রথমে আধিপত্য দেখালেও এখন কিছু অঞ্চলে এগিয়ে রয়েছে ইউক্রেন। দেশটির সেনারা রাশিয়া পূর্ব ও দক্ষিণ অঞ্চলের অধিকৃত বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধারও করেছে।
তবে এখনও পূর্বাঞ্চলীয় ডনবাসের বাখমুত শহরে পুরোপুরি আধিপত্য ধরে রেখেছে রাশিয়া। সেখানে রুশ সেনারা এখন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে।
শহরটিতে এখনও রাতদিন ধারাবাহিক হামলা অব্যাহত। কয়েক সপ্তাহ ধরে এই হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
বাখমুত ছেড়ে এরইমধ্যে ৭০ হাজার ইউক্রেনীয় নাগরিক পালিয়েছে। এখন যারা শহরটিতে আছেন, তাদের অধিকাংশই বয়স্ক। শহরটিতে বিদ্যুৎ ও পানি ছাড়াই বসবাস করতে হচ্ছে থেকে যাওয়া বাসিন্দাদের।
ওলেনা নামের ৭০ বছর বয়সী নারী, যিনি বাখমুত শহর ছাড়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ ক্লান্ত-বিষন্ন।’ সেখানে জীবন দিনকে দিন আরও কঠিন হয়ে পড়ছে। সেখানে খাবার রান্না করার মতো জ্বালানি নেই, পানিও খরচ করতে হচ্ছে বালতি মেপে।’
ক্ষিপ্ত ওলেনা বলেন, ‘আমি তাদের অভিশাপ দিচ্ছি যারা এই যুদ্ধ শুরু করেছে, আমি তাদেরকে শত শত বার অভিশাপ দিচ্ছি।’
বিডি প্রতিদিন/নাজমুল