অধিৃকত পশ্চিম তীরে দু’টি আলাদা ঘটনায় ইসরায়েলি সেনা কর্তৃক তিন ফিলিস্তিনিকে হত্যার পর সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
শনিবার এক বিবৃতিতে হামাস ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এ আহ্বান জানায়। হামাস বলেছে, গতরাতে রামাল্লাহ শহরের কাছে বেইত আল বসতিতে প্রতিশোধমূলক বন্দুক হামলা চালানোর পর ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হওয়ার ঘটনায় হামাস শোকাহত।
আরও বলা হয়েছে, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, হামাসের আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা এবং অন্য যোদ্ধারা ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদেরকে পাহাড়, উপত্যকা থেকে শুরু করে সমস্ত অধিকৃত ভূখণ্ডে খুঁজে ফিরবে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র আল-আকসা মসজিদের অপবিত্রতা বিনা জবাবে পার পাব না। একইসাথে হামাস আহ্বান জানিয়েছে, যেসব ফিলিস্তিনির কাছে রাইফেল রয়েছে তা নিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক