ইরানের এভিন কারাগারে আগুন লেগেছে। বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত ছবি ও ফুটেজে কারাগার এলাকা থেকে অগ্নিশিখা এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
কারাগারের ভেতরে গুলির শব্দও শোনা গেছে। এই কারাগারে রাজনৈতিক বন্দীদের আটক রাখে ইরান। দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারাগারের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আগুনের জন্য দুর্বৃত্তদের অভিযুক্ত করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর থেকে ইরানে মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যু কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভের জন্য ইরান বিদেশি শত্রুদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দুষছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের এভিন কারাগারে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন লাগার পর ওই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীদেরও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, কারাবন্দীদের পরিবারের সদস্যরা প্রধান কারাফটকে জড়ো হন। একজন বলেন, আমি আগুন এবং ধোঁয়া দেখতে পেয়েছি। একইসঙ্গে বিশেষ বাহিনীর অনেক সদস্য এবং অ্যাম্বুলেন্স দেখেছি।
ইরানের এই কারাগারে রাজনৈতিক বন্দীদের পাশাপাশি সাংবাদিক এবং বহু দ্বৈত নাগরিককে বন্দী রাখা হয়েছে। পশ্চিমা দেশগুলো এবং তাদের মানবাধিকার সংস্থাগুলো অতীতে এই কারাগারের সমালোচনা করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল