রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের একটি সামরিক ফায়ারিং রেঞ্জে এলোপাতাড়ি গুলির ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন ‘আক্রমণকারী’ ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত ফায়ারিং রেঞ্জে গুলি করলে হতাহতের এই ঘটনা ঘটে।
রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টার্গেট প্রাকটিসের সময় দুইজন স্বেচ্ছাসেবী অন্য সেনাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে।
আক্রমণকারীরা ‘সাবেক সোভিয়েতভুক্ত দেশের’ বিবৃতিতে উল্লেখ করা হলেও ঠিক কোন দেশের সেটা জানানো হয়নি। পাল্টা গুলিতে ওই দুই আক্রমণকারী নিহত হন বলে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল