রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের দুইটি শহরে ভারী যুদ্ধ চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি রবিবার দিবাগত রাতে জানিয়েছেন, সোলেদার ও বাখমুতে রুশ সেনাদের সাথে ইউক্রেনীয় সেনাদের তীব্র লড়াই হচ্ছে।
জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় বলেন, ‘ডনবাসের প্রধান দুই লড়াইক্ষেত্র হল সোলেদার ও বাখমুত।’ ‘সেখানে ভারী যুদ্ধ চলছে।’
ডনবাসে আধিপত্য কায়েম করতে চাওয়া রুশ সেনারা ধীরে ধীরে বাখমুতের দিকে আগাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি সেনা অভিযানের পর থেকে ডনবাসহ কয়েকটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে রাশিয়া। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রুশ অধিকৃত কিছু অঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া বা নিচ্ছে এমন দাবি করে আসছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল