ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির কাছে অস্ত্র বিক্রি করবে না ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এই তথ্য জানিয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়ার হামলার মুখে ইউক্রেন সম্প্রতি অফিশিয়ালভাবে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহের অনুরোধ জানায়। কিন্তু ইসরায়েল অস্ত্র বিক্রি করতে ফের অস্বীকৃতি জানাল।
বুধবার ইউরোপীয় দূতের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ইউক্রেন, ন্যাটো এবং পশ্চিমাদের প্রতি ইসরায়েলের সমর্থন আছে। তবে তার দেশ বিভিন্ন অভিযান বিবেচনায় ইউক্রেনে অস্ত্র দিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধে ইসরায়েল ইরানের সম্পৃক্ততার ওপর নজর রাখছে।
বিডিপ্রতিদিন/কবিরুল