আগামী বছর (২০২৩ সাল) ইউরোপ ইতিহাসের ভয়াবহতম গ্যাস সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি। ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের এই মন্ত্রী বলেন, ইতোমধ্যে গ্যাস মজুত করার কারণে আসন্ন শীতে ইউরোপ তেমন সমস্যায় পড়বে না। কিন্তু সামনের বছর থেকেই গ্যাস ইউরোপের প্রধান ইস্যু হয়ে উঠবে। কারণ ইউরোপ রাতারাতি কোনো বিশাল আকারের পারমাণবিক চুল্লি প্রস্তুত করতে পারবে না।
সাদ আল কাবি বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক ভেঙে গেছে। বিকল্প উৎস থেকে সাময়িকভাবে হয়তো গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদে রাশিয়ার বিকল্প হয়ে ওঠার মতো অবস্থা ওই উৎসগুলোর নেই।
ইউরোপের গ্যাস চাহিদার ৪০ শতাংশ সরবরাহ রাশিয়া থেকে আসত। কিন্তু ইউক্রেন যুদ্ধ কেন্দ্র রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। রাশিয়াও ইইউ দেশগুলোতে গ্যাস বিক্রিতে রুবলে মূল্য পরিশোধের শর্ত দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল