তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি তুরস্কে গ্যাস হাব স্থাপন করতে সম্মত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম এই খবর দিয়েছে।
তুরস্কের সংসদে নিজ দল একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, পুতিন বলেছেন, ইউরোপ তুরস্কের গ্যাস হাব থেকে গ্যাস নিতে পারে।
উল্লেখ্য, রাশিয়া থেকে ইউরোপে বর্তমান গ্যাস সরবরাহ ‘নিষেধাজ্ঞা এবং পাইপলাইনে লিকেজ’ এর কারণে বন্ধ আছে।
গত সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আস্তানায় মুখোমুখি এক বৈঠকে দুই নেতা (পুতিন ও এরদোয়ান) গ্যাস হাব নিয়ে আলোচনা করেন। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল