তাইওয়ানে চীনের আগ্রাস ঠেকাতে এ বছরই যতো দ্রুত সম্ভব মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত হতে হবে। বুধবার এ কথা বলেছেন মার্কিন নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মার্কিন নেভাল অপারেশন্সেনর প্রধান অ্যাডমিরাল মাইকেল গিলডে সতর্ক করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগের তুলনায় আরও স্বতস্ফূর্ত হয়ে তাইওয়ান দখল করতে পারেন।
এর আগে তাওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, চীনের যে কোনো ধরনের দখল চেষ্টা ব্যর্থ হবে এবং বেইজিং আন্তর্জাতিকভাবে বিপদে পড়বে।
গিলডের আগেও আরেক মার্কিন সামরিক কর্মকর্তা বলেছিলেন, ২০২৭ সালের মধ্যেই তাইওয়ান অধিগ্রহণ করতে পারে চীন। গিলডেও এই কথায় সায় দিয়েছেন।
একটি থিংক ট্যাঙ্কের সাথে আলোচনায় মার্কিন নৌ কর্মকর্তা গিলডে জানান, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলে নিতে পারে চীন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি বলেছেন ব্যাপারটা কেবল এমন নয়, চীনের সার্বিক আচরণও তেমন কিছুই বলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি গত ২০ বছরে তারা যেসব প্রতিজ্ঞা করেছে, তার সবকিছুর আগেই তারা বলেছে আমরা এটা করতে চাই।’
তার দাবি, তাই ২০২৭ সালে যে ঘটান ঘটবে বলা হচ্ছে, তা ২০২২ বা ২০২৩ সালেই ঘটতে পারে।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
বিডি প্রতিদিন/নাজমুল