যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের বাইরে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। এ নিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে সব থেকে কম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীর খাতায় নাম লেখালেন লিজ ট্রাস। যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কম মেয়াদে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী জর্জ ক্যানিং। ১৮২৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ১১৯ দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি।
জ্বালানির মূল্যবৃদ্ধি আর মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের সরকার। এর মধ্যে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ করেন। এতে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ওপর চাপ বাড়ে।
গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ট্রাস। প্রাথমিকভাবে তিনি কনজারভেটিভ পার্টির উদারপন্থী অংশ থেকে জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়োগ দিয়ে সরকার গঠন করেন।
তবে অর্থনৈতিক কর্মসূচি নিয়ে ওঠা বিতর্ক সামলাতে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারতেংকে সরিয়ে দিতে বাধ্য হন ট্রাস। নতুন অর্থমন্ত্রী হিসেবে জেরেমি হান্টকে নিয়োগ দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল